রাজন্য রুহানি, জামালপুর : সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত মাহবুব আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতের সংশ্লিষ্টতা থাকায় বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

শনিবার (১৭ জুন) দুপুরে ফাহিম ফয়সাল রিফাতের কাছে পাঠানো জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, 'গত ১৪ জুন, ২০২৩ইং, বুধবার বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় বাংলা নিউজ ২৪ ডটকম এবং ৭১ টেলিভিশনের সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত অবস্থায় প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অতঃপর অত্যন্ত মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত ১৫/০৬/২০২৩ইং, বৃহস্পতিবার দুপুর ২.৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।'

'উক্ত ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে আপনার সংশ্লিষ্টতা জোড়ালোভাবে উল্লেখিত হওয়ায় দলীয় ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ, বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।'

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মারা যান নাদিম।

(আরআর/এসপি/জুন ১৭, ২০২৩)