স্টাঢ রিপোর্টার : রাজধানী থেকে মিজান নামে ছয় বছরের অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বংশালে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কদমতলী পুলিশ। এ ঘটনায় তিন অপহরণকেও আটক করা হয়েছে।

ডিএমপির (মিডিয়া) সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করা হবে।

শিশু মিজান উদ্ধার প্রসঙ্গে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ১৪ এপ্রিল ১০৬/১ নতুন জুরাইনের নিজের বাসার সামনে থেকে মিজানকে অপহরণ করা হয়।

এরপর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মিজানের বাবার ওমানপ্রবাসী।

এ ঘটনার পর মিজানের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। এদিকে, ঘটনার পর পুলিশের পরামর্শ মোতাবেক মঙ্গলবার রাতে রাজধানীর বংশালে মুক্তিপণের টাকা দেওয়ার সময় এক অপহরণকারী জয় আহমেদ সুজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

এরপর তার স্বীকারোক্তি মোতাবেক, ফরিদপুরের বোয়ালমারী থেকে রফিকুল ইসলাম রাশেদ ও রাজধানীর সায়েদাবাদ থেকে শরিফুল নামে আরো দুই অপহরণকারীকে আটক করে পুলিশ।

কদমতলী থানার ওসি আরো জানান, অপহরণকারীকে আটকের পর অপহৃত মিজানকে অক্ষত অবস্থায় উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।

মিজান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

(ওএস/এইচআর/এপ্রিল ৩০, ২০১৪)