শ্রীমঙ্গল প্রতিনিধি : জাতিসংঘ এনজিও ব্রাঞ্চ তালিকাভুক্ত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার শ্রীমঙ্গলের নবনির্বাচিত সদস্যদের হাতে কমিটির সদস্যদের হাতে তালিকা তুলে দেওয়া হয়। এতে সাংবাদিক সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ কে সভাপতি ও সমাজকর্মী শ্রী উত্তম রায় কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট অদ্য ১৯ মে ২০২৩ ইং হতে ১৯ মে ২০২৪ ইং পর্যন্ত (এক) বছর মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষাণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিচাল উজ্জল হোসেন মুরাদ।

শ্রীমঙ্গল কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি- মোঃ আবেদ আহমেদ, মোঃ নাছির আহমেদ সহ সভাপতি, মোঃ উবায়দুল হক সহ সভাপতি, বিশ্বজিৎ অধিকারী পলক সহ সভাপতি, উত্তম রায়- সাধারণ সম্পাদক, মিঠুন দেব সহ সাধারণ সম্পাদক, বিকাশ দাশ সহ সাধারণ সম্পাদক, পিযুষ মোদক সাংগঠনিক সম্পাদক, মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক,চয়ন রায় কোষাধ্যক্ষ, তনুজ চৌধুরী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, রুপন পাল শিক্ষা বিষয়ক সম্পাদক, অনিক রায় সাংস্কৃতিক সম্পাদক, কৃষ্ণ দাশ প্রচার সম্পাদক, স্বজল রায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ রাসেল রানা ভূইয়া সমাজকল্যাণ সম্পাদক, নুরুল আফসার সাইফুল সহ সমাজকল্যাণ সম্পাদক, কানাই রবি দাশ যুব ও ক্রীড়া সম্পাদক, শ্রী রাধাকান্ত কৈরী ত্রাণ ও পূন্যবাসন সম্পাদক, সুকন্যা দে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, মোঃ সাহাব উদ্দিন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, প্রানেশ দেবনাথ দপ্তর সম্পাদক।
এছাড়াও সদস্য হিসেবে আছেন, সম্পদ রায়, শ্রাবণ দাশ, কানু দাশ, হৃদয় দাশ এবং অনিক দেবনাথ।

শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি আবেদ আহমেদ বলেন আমার মতো নগন্য কে সভাপতি করায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মহিউদ্দিন জুয়েল স্যার এবং নির্বাহী পরিচাল উজ্জল হোসেন মুরাদ, পরিচালক এস এম জীবন ভাই সহ সিলেট বিভাগীয় কমিটির সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এবং সকলের সার্বিক সহযোগীতায় এগিয়ে যেতে চান মানবতার কল্যাণে।

(এ/এসপি/জুন ১৭, ২০২৩)