রায়পুর প্রতিনিধি : গৃহনির্মাণ কৌশলের উন্নয়ন, আধুনিকায়ন ও দক্ষতা বাড়াতে স্থানীয় রাজমিস্ত্রিদের সচেতন করার লক্ষ্য এ কর্মশালার করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে  চার শতাধিক রাজমিস্ত্রি এ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের সিনিয়র ম্যানেজার আওলাদ হোসেন, কোম্পানির ডিলার সাইফুল ইসলাম মুরাদ, রিজিওনাল ম্যানেজার সৈয়দ ফারুক হোসেন, সহকারি ম্যানেজার জহুর আহমেদ, এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম জিসান, মার্কেটিং আলী হোসেন আলমগীর হোসেন। দুই দিনের কর্মশালা শেষে ২২০ জন রাজমিস্ত্রিকে সনদ বিতরণ করেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন।

আওলাদ হোসেন বলেন, “ক্রেতাদের জন্য গুণগতমান সম্পন্ন পণ্য সরবরাহ করার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আবুল খায়ের স্টিল সর্বদা বদ্ধপরিকর। মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়ে রাজমিস্ত্রিদের সচেতন করার মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন করছে আবুল খায়ের স্টিল।”

(এস/এসপি/জুন ১৮, ২০২৩)