নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে (১৮ জুন) রবিবার মনোয়নপত্র জমা দানের শেষ দিন ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন ও রিটার্র্নিং অফিসার মোহাম্মাদ রেজাউল করিম জানিয়েছেন।

উপনির্বাচনে মনোয়নপত্র জমা দানকারীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত সাপাহার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: আব্দুল মান্নান, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: আবু সাহরিয়ার সরদার, স্বতন্ত্র প্রার্থী মো: রায়হান কবির ও মোসা: খাদিজা বেগম বলে তিনি জানান। ৪ জন প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাপাহার উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়ে নিজ এলাকায় ভোট যুদ্ধে নেমে পড়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার আরোও জানিয়েছেন যে, আগামী ১৯ জুন রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই, ২০ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬ জুন প্রতিক বরাদ্দের পর আগামী ১৭ জুলাই ২০২৩ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(বিএস/এসপি/জুন ১৮, ২০২৩)