কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শহরের মুন্সেফবাড়ি এলাকার মহিউদ্দিন (৪৩) নামের এক ব্যবসায়ীকে র‌্যাব-পুলিশের পোশাকে একটি দল বাসা থেকে অপহরণ করেছে, এমন অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৩ টার দিকে বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।


অপহৃত মহিউদ্দিন ১৫ বছর ধরে মুন্সেফবাড়ি এলাকায় ভাড়া থাকেন। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে থাকতেন।
তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। তিনি ভ্যানে করে কাবাবের দোকান করতেন।

মহিউদ্দিনের স্ত্রী রীনা বেগম বলেন, রাত তিনটার দিকে দুইজন র‌্যাবের পোশাকে এবং তিনজন পুলিশের পোশাকে এবং পাঁচজন সাদা পোশাকে লোক এসে বাসায় তার নাম ধরে ডাকাডাকি করলে তাঁর ঘুম ভেঙে যায়। পরে তাদের সঙ্গে তাকে যেতে বলা হয়। কিন্তু কি কারনে বা কি অপরাধে জানতে চাইলে তাকে মারধর করে কালো রংয়ের একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। আমরা চিৎকার দিতে চাইলে তারা আমাদেরকে হুমকি দেয় ।

মেয়ে বৃষ্টি আক্তার জানান, আমার বাবা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তিনি সাধারণ মানুষ। তার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগও নেই। আমরা কোতয়ালী থানা, ডিবি অফিস ও‌র‌্যাবের অফিসে যোগাযোগ করেছি। কিন্তু তারা জানান, এই নামে কাউকে ধরে নেওয়া হয়নি।


এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান বলেন , কোতয়ালী পুলিশ কোনো বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে যায়নি। তাছাড়া থানায় মহিউদ্দিন নামে কাউকে ধরেও আনা হয়নি।


(ওএস/জেএ/এপ্রিল ৩০, ২০১৪)