সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ জুন) সকাল ১০টায় বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও ফরিদপুর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোঃ আহসান হাবীব, সিনিয়র সাইন্টিফিক অফিসার পরমা আরেফিন, উপ-পরিচালক (অর্থ ও বাজেট) মোঃ ইরফান মাহবুব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজেরশিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী মেলায় ৮টি স্টল অংশগ্রহণ করে। দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়।

(এএন/এসপি/জুন ১৯, ২০২৩)