রাজন্য রুহানি, জামালপুর : বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সোমবার (১৯ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পত্রপ্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ওই ইউপি চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করে র‍্যাব। গত রবিবার বিকেল ৪টা থেকে ওই চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে আছেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার (১৬ জুন) রাতে ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হন ওই চেয়ারম্যান।

(আরআর/এএস/জুন ২০, ২০২৩)