ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীন হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাওছার রহমান এর সভাপতিত্বে, সদস্য সচিব মামুর মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান, বিশেষ অতিথি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আন্জুমানয়ারা বেগম, বিশেষ অতিথি, দৈনিক সমকাল এর স্টাফ রিপোটার হাসানউজ্জামান, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ওহিদুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান উজ্জল সহ, ফরিদপুর জেলা সকল উপজেলা আহবায়ক, সদস্য সচিব ও সকল সদস্যগন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা ও উপজেলা শাখার কমিটির চুড়ান্ত ঘোষণা করেন।

এসময় বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খান বলেন সারাদেশ ব্যাপী প্রতিটি জেলা ও উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাব এর শাখা এবং সাংবাদিক সংগঠন কার্যক্রম চলছে, বাংলাদেশ প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনার সর্বস্তরের জাগো অরাজনৈতিক সংগঠন, সংগঠনের সাথে জড়িত সকলকে একাত্মতায় কাজ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।ফরিদপুর জেলা শাখার সম্মেলনে ফরিদপুর জেলায় পত্রিকায় সর্বচ্চ রিপোর্ট প্রদান করায় জেলার শ্রেষ্ঠ রিপোর্টার হিসেবে স্বীকৃতিস্বরূপ সম্মামনা ক্রেস্ট প্রদান করেন।

(পিবি/এসপি/জুন ২০, ২০২৩)