ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে বিভিন্ন অযুহাতে নির্যাতন করতেন পরিবারের লোকজন। এই নির্যাতনের প্রতিশোধে ননদ সাদিয়া আক্তারকে (৫) হত্যা করেন রাজিয়া বেগম (২১) নামের ওই গৃহবধূ। এমন অভিযোগে ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার রাজিয়া বেগম উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি বুড়াইল (কাদেরের চর) গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

পুলিশ জানায়, গৃহবধূ রাজিয়া বেগমকে তার শ্বশুর সাইফুল ইসলাম বিভিন্ন সময় অনৈতিক ও কুপ্রস্তাব দিতেন। শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নানা অযুহাতে তাকে নির্যাতন করতেন পরিবারের লোকজন। অমানবিক নির্যাতনের প্রতিশোধ নিতে সোমবার (১৯ জুন) ননদ সাদিয়া আক্তারকে গলাটিপে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ডুবিয়ে ঘাস দিয়ে ঢেকে রাখেন তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে শিশু সাদিয়ার ভাবি রাজিয়া বেগমকে গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রাজিয়া বেগম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, শিশু সাদিয়া হত্যার ঘটনায় গৃহবধূ রাজিয়া বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(এসআইআর/এএস/জুন ২১, ২০২৩)