নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় খরিপ-২ মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় ১১৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ ও রোপা-আমন বীজসহ সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে উপজেলার ১৪ ইউনিয়নের কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার ৯৯৫জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে রোপা-আমনের (উফশী জাত) ধান বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ২০জন কৃষককে দেওয়া হয়েছে হাইব্রীড জাতের ২ কেজি করে ধান বীজ।

কৃষি কর্মকর্তা শায়লা শারমিন আরও বলেন, উপজেলায় ১৪০জন কৃষকের মাঝে ১ কেজি করে গ্রীষ্মকালিন পেঁয়াজের বীজসহ ২০ কেজি ডিএপি ও ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া বীজতলা তৈরি ও চারা উৎপাদনের জন্য মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে ২৯৩২ টাকাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

(বিএস/এসপি/জুন ২১, ২০২৩)