রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত ১৩ আসামিদের মধ্যে ৬ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হলেন- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বালুগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো. ফজলু মিয়া (৩৫) ও মো. শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল (৩৫), সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো. আ. করিমের ছেলে মো. ওহিদুজ্জামান (৩০) ও কামালের বার্তী এলাকার মৃত জসি শেখের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

বুধবার (২১ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ ওই আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী জানান, 'সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামির ৩ দিনের জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষ হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।'

তিনি আরও জানান, 'আসামিদের জিজ্ঞাসাবাদে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের অনেক তথ্য উদঘাটিত হয়েছে। অতি দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে।'

জানা গেছে, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাটি সোমবার (১৯ জুন) ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (১৭ জুন) বিকেলে ৯ আসামিকে আদালতে সোপর্দ করে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা। পরদিন শুনানির দিন ধার্য হয়। শুনানির দিন রবিবার (১৮ জুন) সকালে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ ৫ আসামিকে ৩ দিন ও চারজনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন দুপুরে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড চেয়ারম্যান বাবুসহ অপর তিন আসামিকেও আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। এদের মধ্যে এক আসামি জাকিরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া চেয়ারম্যান বাবুকে ৫ দিন ও বাকি দুই আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

(আরআর/এসপি/জুন ২১, ২০২৩)