আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তলুকদার বলেছেন, স্কাউটস একটি নাম নয়, এটি একটি আন্দোলন। আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে। আমরা এই সামাজিক সংগঠনগুলোকে কিন্তু সব চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আগামী দিনের সমাজ বদলে, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলন প্রতিষ্ঠা করতে স্কাউটস সামনে থেকে নেতৃত্ব দিবে। বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, যৌতুক, নারী নির্যাতন, মোবাইল আসক্তি ও সামাজিক অপরাধ সমূহ নিয়ন্ত্রণ করার জন্য স্কাউটস কিন্তু অগ্রবর্তী দল হিসেবে আগামী দিনে কাজ করবে। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যত প্রজন্মকে স্মার্ট, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম এল. টি, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিরাজ আলী প্রমূখ।

কাউন্সিল সভায় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রধান শিক্ষক কাউন্সিলরদের প্রস্তাবের মধ্যেদিয়ে আগামী তিন বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিনকে সভাপতি ও সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়াকে সম্পাদক, কাগদি মুরাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. ফারুকুজ্জামান ফকিরকে স্কাউটস লিডার, বিবাগদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীম মোল্যাকে কমিশনার ও ভাওয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামচুল হককে স্কাউটস কাব লিডার নির্বাচিত করা হয়।

(এএন/এসপি/জুন ২২, ২০২৩)