স্টাফ রিপোর্টার : গাড়ি রাখা নিয়ে বিতর্কের পর এক ড্রাইভারকে মারধর করেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনার পর বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় সচিবালয়ে। বুধবার সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশের ১০ মিনিট আগে এ ঘটনা ঘটে।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের অভ্যন্তরে ৪ নম্বর ভবনের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) ড্রাইভার এস এম জিয়াউল হককে মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তার নাম জানা যায়নি। ঘটনার পরপরই তিনি ওই স্থান ত্যাগ করেন।

এদিকে ঘটনার পরপরই সচিবালয়ে অবস্থান করা ড্রাইভাররা একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাতে থাকেন। মারধরের শিকার ড্রাইভারকে সচিবালয়ের ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মশিউর রহমান ড্রাইভারদের তোপের মুখে পড়েন। ড্রাইভাররা তাকে ধাওয়া করেন।

(ওএস/এইচআর/এপ্রিল ৩০, ২০১৪)