বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাবার হাতে হেদায়েত উল্লাহ (২৫) নামের এক বাক প্রতিবন্দ্বী (বোবা) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অবশেষে অভিযুক্ত পিতাকে অবশেষে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ভোররাতে পিতা মজিদ মোল্লাকে তার গ্রামের বাড়ি জুলাইপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শেখ কামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

এস আই শেখ কামাল উদ্দিন জানান, উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মজিদ মোল্লার বাক প্রতিবন্দ্বী ছেলে হেদায়েত উল্লার সাথে মজিদ মোল্লার স্ত্রীর (হেদায়েতের মা) গত ১৬ জুন পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এর জের ধরে বাক প্রতিবন্দ্বী ছেলে হেদায়েত তার মাকে মারধর করে আহত করে। এ ঘটনায় বিক্ষুব্ধ বাবা মজিদ মোল্লা তার ছেলে হেদায়েতকে ওইদিনই প্রচন্ডভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশংকাজনক অবস্থায় হেদায়েতকে বাবা মজিদ মোল্লা নিজেই প্রথমে নবীনগর হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় হেদায়েত উল্লাহ গতকাল বৃহস্পতিবার দুপুরে মারা যান। নিহত হেদায়াতের ৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

এ বিষয়ে বর্তমানে বাবার বাড়িতে থাকা হেদায়াতের স্ত্রী রাকিবা আক্তার মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন,'আমি আমার তিনমাস বয়সী অবুজ শিশুকে নিয়ে এখন কি করবো? তাই আমার স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার দেখতে চাই।'

নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন,'বাক প্রতিপ্রন্দ্বী হেদায়াত হত্যাকান্ডের সঙ্গে জড়িত তার বাবা মজিদ মোল্লাকে আজ ভোরে জুলাইপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।'

(জিডিএ/এএস/জুন ২৩, ২০২৩)