বগুড়া প্রতিনিধি : জামায়াতনেতা মতিউর রহমান নিজামীর রায় উপলক্ষে বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। নিজামির মানবতা বিরোধি অপরাধের রায়কে কেন্দ্র শহরে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবি সদস্য তলব করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে অথবা বুধবার সকাল থেকে তারা শহরে টহল দিবে। বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানিয়েছেন, শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৪ প্লাটুন বিজিবি সদস্য আহবান করা হয়েছে। আজ রাত বা আগামীকাল সকালে তারা বগুড়ায় আসবে।

বগুড়া পুলিশ প্রশাসন যেকোন নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম। বিজিবি মোতায়েনের পাশাপাশি জেলা শহরের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক প্রহরায় দেখা গেছে। গুরুত্বপূর্ন এলাকায় পুলিশ সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার থেকে মাঠে কাজ করবে বিজিবি। উল্লেখ্য ইতিপূর্বে যুদ্ধাপরাধী সাঈদীর রায়কে কেন্দ্র করে বগুড়ায় জামায়াত শিবির শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় তান্ডব চালিয়েছিল। তাই সতকর্তামূলক ব্যবস্থা নিতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

(এএসবি/পি/অক্টোবর ২৮, ২০১৪)