রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

আজ রবিবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌরসভার মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব পৌরসভা অস্থায়ী কার্যালয়ে উক্ত বাজেট ঘোষণা করেন। এর আগে বাজেট পর্যালোচনায় পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ বাজেটে আগামী অর্থ বছরে প্রায় ২৫ কিঃমিঃ রাস্তা পাকাকরণ, ১০ কিঃমিঃ রাস্তা সংস্কার, ১৫ কিঃমিঃ ড্রেন নির্মাণ, পৌর এলাকার রাস্তায় সোলার বাতি স্থাপন ৫০০টি বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, পৌর ভবন নির্মাণ, পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন নির্মাণ, সামাজিক বনায়নের আওতায় পৌরসভার রাস্তায় বৃক্ষরোপন ও সৌন্দর্য বর্ধনসহ পলাশবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।

এ সময় পৌরসভার প্যানল আসাদুজ্জামান শেখ ফরিদ, শাহিনুর আক্তার, পৌর প্রকৌশলী গোলাম মর্তুজা, পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, আজাদুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, সাজেদা বেগম, পৌরসভার অন্যান্য কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় সুধীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/জুন ২৫, ২০২৩)