বিনোদন ডেস্ক : সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার স্ক্রিন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের  ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এরই মধ্যে গেল শুক্রবার ছবিটি মুক্তি পেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতি বছর এশিয়ার সেরা ১০টি ছবিকে এই সিলভার স্ক্রিন পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

এবারের সিলভার স্ক্রিনের জন্য মনোনীত করা হয়েছে জাপান, কোরিয়া, ভারত, রাশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের ছবি। এবার এই ১১টি ছবি থেকে জুরিদের বিবেচনায় সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী ও সেরা চিত্রগ্রাহকের শাখায় পুরস্কার দেয়া হবে সমাপনী দিনে।উৎসবটির সমাপনী আসর বসবে ১৩ই ডিসেম্বর।

এদিকে এই উৎসবে অংশ নিতে মোস্তফা সরোয়ার ফারুকী, অভিনেতা নূর ইমরান মিঠু ও প্রযোজক ফরিদুর রেজা সাগর ১১ই ডিসেম্বর সিঙ্গাপুর যাবেন।

(ওএস/অ/অক্টোবর ২৯, ২০১৪)