ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ১৪৪ ধারা অবমাননা করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে পৌর এলাকার ভুটিয়ারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

জমির মালিক আব্দুল মান্নান বলেন, আমার চাচার কাছ থেকে রফিকুল ইসলাম ও আবিদুর রহমান লালু জমি ক্রয় করে। সেখানে আমার পিতার নামে থাকা জমিও দখল করে নেওয়ার চেষ্টা করেন তারা। এরপর আমি আদালতের দ্বারস্থ হই। আদালত ওই জমির উপর ১৪৪ধারা জারি করে। সর্বশেষ ১৪৪ ধারা জারি উপেক্ষা করে রাতের আধারে বালি ফেলে জমি ভরাট করছিল তারা। পরে আমি আবার
বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করি।

এ সকল অভিযোগ অস্বীকার করে আবিদুর রহমান লালু জানান, ওই জায়গাটা আমরা ক্রয় করেছি। যারা আমাদের বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারা জারি ও সংবাদকর্মীদের কাছে তথ্য দিচ্ছে তাদের বিরুদ্ধে মানহানী মামলা করা হবে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি আমি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(একে/এসপি/জুন ২৭, ২০২৩)