মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো দীর্ঘ প্রতিক্ষিত গোলাম কিবরিয়া সেতু। 

গতকাল বুধবার সকাল ১১টায় বৈরী আবহওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে সেতুর ওপর দিয়ে হেঁটে সেতুটির উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

এসময় সেলিম আলতাফ জর্জ বলেন, দীর্ঘদিনের চাওয়া পাওয়া এই সেতুটি নির্মানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ করেছেন। এই সেতু উদ্বোধনের মধ্যেদিয়ে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। ৯০ কোটি টাকা ব্যয়ে ৬৫০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়েছে।

এদিকে স্বাধীনতার ৫২ বছর পর গড়াই নদের ওপর নির্মিত গোলাম কিবরিয়া সেতু উদ্বোধন উপলক্ষে উৎসবে মেতেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাঁচ ইউনিয়নের লাখো বাসিন্দা। পবিত্র ঈদুল আজহার এক দিন আগেই তাঁরা ঈদের উপহার পেলেন। এতদিন সেতু না থাকায় গড়াই নদীর ওপারের পাঁচ ইউনিয়নের লাখো মানুষকে সেবা নিতে কুমারখালী উপজেলা শহরে আসতে নৌকায় করে পাড়ি দিতে হতো। খেয়াঘাটে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে নানা দুর্ঘটনা ও ভোগান্তি পোহাতে হতো তাঁদের।

(এমজে/এসপি/জুন ২৯, ২০২৩)