সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের জাহাঙ্গীর ফকির নামে এক হতদরিদ্র কৃষকের ক্ষেতের এক হাজার আখ রাতের আঁধারে কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। জাহাঙ্গীর ফকির খারদিয়া গ্রামের মশা মহল্লার নুর হোসেন ফকিরের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর বলেন, আমার বাড়ির অদূরে ৩০ শতাংশ জমিতে আখ রোপন করে তা বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। গত শনিবার (১ জুলাই) রাতের আঁধারে কারা এমন কাজ করে রেখে গেছে আমি বলতে পারবো না। আমি রবিবার সকালে ক্ষেতে গিয়ে আখগুলি কাটা অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয়রা খবর পেয়ে তারাও আখগুলি কাটা অবস্থায় দেখতে পেয়ে দুঃখপ্রকাশ করেন। গত আট মাস আগে আমি আখের চারা ক্ষেতে রোপন করি। আর মাত্র দুই মাস পরে আখগুলো বাজারে বিক্রি করতে পারতাম। আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল।

তবে কে বা কাহারা রাতের আঁধারে জাহাঙ্গীরের এতবড় ক্ষতি করেছে, এর কোনো উত্তর কারো জানা নেই!

কৃষক জাহাঙ্গীর কান্না জনিত কণ্ঠে তার এত বড় ক্ষতি যে বা যারা করেছেন, তাদের জন্য সৃষ্টি কর্তার কাছে বিচার দাবি করেন।

একই গ্রামের বেশ কয়েকজন কৃষক বলেন, জাহাঙ্গীর একজন ভালো মানুষ। তিনি কারো সাথে খারাপ কোনো আচরণ করেছে বলে মনে হয় না। তার এই আখগুলি তো কারো কোনো ক্ষতি করেনি। তবে কেন এমন হলো। যারা শত্রুতা করে জাহাঙ্গীরের এতবড় ক্ষতি করেছে তাদের বিচার হওয়া দরকার।

(এএন/এসপি/জুলাই ০৩, ২০২৩)