বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো নাটকে জুটিবদ্ধ হলেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নওশাবা। আসাদ রহমানের রচনা ও পরিচালনায় ‘১নং খাঁটি প্রেমের গল্প’ নাটকে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। মঙ্গলবার  রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালক আসাদ রহমান জনপ্রিয় নাট্যনির্মাতা মাসুদ সেজানের ছোট ভাই। দীর্ঘদিন যাবত্ বড় ভাইয়ের সঙ্গে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করে এলেও ‘১নং খাঁটি প্রেমের গল্প’ হচ্ছে তার নির্দেশনায় নির্মিত প্রথম নাটক। একেবারেই খাঁটি প্রেমের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন নাটকটি। দর্শকের কাছে কৌতূহল রাখার কারণেই আপাতত পরিচালক গল্প প্রসঙ্গে তেমন কিছুই বলেননি। তবে আসাদ রহমান জানান, তার প্রথম নাটকের গল্পে চমক আছে।

আবারও নওশাবার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমাদের মিডিয়াতে অভিনেত্রীর খুব প্রয়োজন। অভিনয় শেখার প্রতি নওশাবার প্রবল আগ্রহ আছে। আমার বিশ্বাস অনেক বড় মাপের একজন অভিনেত্রী হতে পারবেন তিনি যদি তার আন্তরিক চেষ্টা থাকে।’
নওশাবা বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে জুটি হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ। বড় মাপের একজন অভিনেতা হয়েও তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেন তাতে সত্যিই অবাক না হয়ে পারি না। তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি আমি। ভবিষ্যতেও যদি আবার তার সঙ্গে নতুন কোনো কাজ করার সুযোগ পাই সেটা আমার জন্য অনেক আনন্দেরই হবে।’
‘পার্বন টেলিমিডিয়া’ প্রযোজিত ‘১নং খাঁটি প্রেমের গল্প’ নাটকটি আগামী ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে খুব শীঘ্রই প্রচারে আসছে মোশাররফ করিম ও নওশাবা জুটির প্রথম ধারাবাহিক নাটক কচি খন্দকার পরিচালিত ‘আসিতেছে দুটি মন দুটি আশা’। মোশাররফ করিম কয়েক দিনের মধ্যে লন্ডন যাচ্ছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘সাড়ে তিন মণ’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে। এতে তার বিপরীতে থাকবেন রিয়া সেন। এদিকে আগামী ডিসেম্বরে খিজির হায়াত খান পরিচালিত নওশাবার প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র ‘প্রতিরুদ্ধ’র শুটিং শুরু হবে। এদিকে এসএটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক মানিক মানবিক পরিচালিত ‘কাম টু দ্য পয়েন্ট’।
(ওএস/এইচআর/অক্টোবর ২৯, ২০১৪)