নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতায় ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে আজ মঙ্গলবার শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রমে অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ও প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ অধ্যক্ষ শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন
সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে সঞ্চলনা করেন উত্তম চক্রবর্তী রকেট বক্তব্যে রাখেন শ্রীমতি রত্না দাস শ্রী নিকেশ সরকার নিহার রঞ্জন চক্রবর্তী পিংকী সাহা ও সিমা দত্ত সার্বিকভাবে সহোযোগিতায় করেন স্বরদ্বীপ সরকার ও সুজন বীন প্রমুখ। ক বিভাগে ৫০ জন প্রতিযোগিতার মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

(এনকেআর/এসপি/জুলাই ০৪, ২০২৩)