লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দাতা ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি একটি আবাসিক হোটেলের মালিক।

মো. মহিউদ্দিন নামের এক ব্যবসায়ীকে হোটেলে আটকে রেখে মারধর করে টাকা, মোবাইল ও সাতটি ব্যাংকের চেক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

নির্যাতিত ওই ব্যবসায়ী চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও নির্যাতিত ব্যবসায়ী জানান, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে গাড়ি কেনার জন্য রায়পুরে আসেন ব্যবসায়ী মহিউদ্দিন। রাতে তিনি শহরের সেতারা আবাসিক হোটেলে ওঠেন। গভীর রাতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে হোটেল মালিক ইসমাইল, জসিমসহ তিন বখাটে মিলে ওই ব্যবসায়ীর রুমে প্রবেশ করে তার মুখ বেঁধে ফেলে। ওই সময় তারা ব্যবসায়ীকে মারধর করে তার সঙ্গে থাকা নগদ আট হাজার টাকা ও দু’টি মোবাইল সেট এবং জনতা ব্যাংকের সাতটি চেক স্বাক্ষর করিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার বিবরণ দিয়ে ওই ব্যবসায়ী বাদী হয়ে রায়পুর থানায় এজাহার দায়ের করেন।

রায়পুর থানার এসআই মো. ফোরকান বলেন, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক হোটেলের মালিক ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি।


(ওএস/এইচআর/অক্টোবর ২৯, ২০১৪)