স্টাফ রিপোর্টার : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘জনগণের আন্দোলনের ফলে এ রায় হয়েছে। রায়ে জনগণ খুশি হয়েছে। কারণ ৭১’র ঘাতক নরপশু নিজামীর সর্বোচ্চ শাস্তি হয়েছে।’ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

বুধবার দুপুরে রায় ঘোষণার পরে রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রসঙ্গ তুলে ইমরান বলেন, এটি একটি ব্যাথার জায়গা। সাঈদীর অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও আমরা সর্বোচ্চ শাস্তি পাইনি। সরকার যুদ্ধাপরাধীদর রায় নিয়ে তালবাহানা করেছে যার ফলে জনগণের মনে সংশয়ের সৃষ্টি হয়েছে। নিজামীর রায় দ্রুত কার্যকর করে এ সংশয় দূর করতে হবে।

তিনি আরো বলেন, আমরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি আন্দোলন করছি। এজন্য আমাদের ওপর বিভিন্ন সময় টিয়ারসেল ও স্পিপারপ্রে নিক্ষেপ করা হয়েছে। কিন্তু আমরা রাস্তায় থেকেই দাবি আদায় করবো। কারণ এটা জনগণের দাবি।

এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাযের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিধান রহিত করারও দাবি জানান।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০১৪)