স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর রায়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে ।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হানিফ বলেন, ‘দেশবাসী যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য আন্দোলন করেছিল। এজন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘রায়ে প্রমাণিত হয়েছে জামায়াতের সঙ্গে সরকারের কোনো আঁতাত নাই। ট্রাইব্যুনাল নিজস্ব গতিতে বিচার কাজ পরিচালনা করছে।’

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোলাম আযম অসুস্থ থাকায় তাকে ৯০ বছর কারাদণ্ড দেয়া হয়।’

‘নিজামীর ফাঁসির রায়ে জাতি কলঙ্কমুক্ত হলো’ বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘৭১ সালে জামায়াতের ভূমিকা ছিল যুদ্ধাপরাধী সংগঠন। তাই এ দলের সবাই যুদ্ধাপরাধী।’

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, ‘এ বিষয়ে মামলা চলছে। খুব শিগগিরই এর একটা সমাধান বেরিয়ে আসবে।’

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০১৪)