মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : ‘বিএনপি গণতন্ত্রের আলখেল্লা পরে সাম্প্রদায়িক, জঙ্গীবাদী, সন্ত্রাসী কার্যক্রম করে, এরা সরাসরি ৭১, ৭৫ এর খুনি ও সামরিক শাসনের পক্ষে ওকালতি করে’ এমন মন্তব্য করে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, কোন অবস্থাতেই সংবিধান বানচালসহ বিএনপির কোন অগণতান্ত্রিক কর্মকান্ড ও আগুন সন্ত্রাস সহ্য করা হবে না। 

ইনু বলেন, গণতন্ত্রের জন্য নয়, বিএনপি এখন তাদের পিঠ বাচাঁতে আন্দোলন করছে। দন্ডিত দূর্নীতিবাজ, সন্ত্রাসী নেতা নেত্রীকে নিঃশর্তে বের করে আনায় তাদের লক্ষ্য। নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে তারা সংবিধান বদল করে নির্বাচনের আগেই সরকার উৎখাত করতে চায় এবং পরে একটি অস্বাভাবিক সরকার গঠন করতে চায়।

এগুলো যেমন অগণতান্ত্রিক তেমনই রাজনৈতিক সীমাহীন অপরাধ বলে উল্লেখ করেন ইনু। ইনু বলেন, কোন অবস্থাতেই সংবিধান বানচাল করতে দেয়া যাবেনা। আর রাজনৈতিকভাবে আগুন সন্ত্রাস, জঙ্গীবাদ, সন্ত্রাস- সাম্প্রদায়িকতা সহ্য করা হবে না।

আজ রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন। এসময় আহাম্মেদ আলী ও কারশেদ আলমসহ স্থানীয় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এমজে/এসপি/জুলাই ০৯, ২০২৩)