রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড মামলায় এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল-আমিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।

মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলায় নামীয় ২২ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে এজাহারভুক্ত মাত্র ৫ জন। বাকি ১৭ জন এজাহারভুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মারা যান নাদিম।

এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।

(আরআর/এএস/জুলাই ১০, ২০২৩)