স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করা হবে। বুধবার সকালে সচিবালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস করতে এসে কর্তকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে অনেক দ্বীপাঞ্চল রয়েছে, যেখানে আরো একটি পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্র স্থাপনের উদ্যোগ ১৯৬৪ সাল থেকে গ্রহণ করা হলেও তা এখনো চলছে। দক্ষিণাঞ্চলে নতুন পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য এখনি প্রস্তুতি নিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।

সকাল ১০টা ৪০ মিনিটে সচিবালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ওএস/এটি/এপ্রিল ৩০, ২০১৪)