রাজন্য রুহানি, জামালপুর : ঈদুল আযহার দিনে সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে অবমাননার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে ইমাম উলামা ঐক্য পরিষদ।

বুধবার (১২ জুলাই) সকালে শহরের ফৌজদারি মোড়ে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইমাম উলামা ঐক্য পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম উলামা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাও. মাহবুবুল হক, মেলান্দহ শাখার সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বকশিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. হামিদুল ইসলাম, মাদারগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. তরিকুল ইসলাম ও সরিষাবাড়ী শাখার সভাপতি মাও. মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা জানান, সুইডেনে রাষ্ট্রীয় মদদে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে চরম অবমাননা করেছে উগ্রবাদীরা। এর প্রতিবাদে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করা হয়। একই সঙ্গে বক্তারা সুইডেনের সকল পণ্য বর্জনেরও আহ্বান জানান।

(আরআর/এএস/জুলাই ১২, ২০২৩)