ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসময়ে তরমুজের চাষ করে সফলতা পেয়েছেন উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল গ্রামের তরুণ কৃষক দীন ইসলাম (২০)। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় প্রণোদনা নিয়ে ৩৩ শতক জমিতে চাষ করেছেন সুইট মাস্টার জাতের তরমুজ। 

সরেজমিনে জমিতে গিয়ে দেখা যায় নেট দিয়ে ঢাকা তরমুজ ঝুলে আছে গাছের লতায় লতায়। মার্চ মাসের প্রথম সপ্তাহে চারা রোপনের পর বর্তমানে বাজারে বিক্রি শুরু হয়েছে তরমুজ । অসময়ের তরমুজ হওয়াতে প্রতিদিনই এলাকার মানুষ চাষ পদ্ধতি ও তরমুজ দেখতে আসছেন এবং বাজারেও এর চাহিদা রয়েছে ব্যাপক। উপরের চামড়ার রং সবুজ থাকাতে এর সোন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে।

কৃষক দীন ইসলাম জানান (৩০), উপ-সহাকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খানের পরামর্শে মালচিং পদ্ধতিতে এ তরমুজের আবাদ করা হয়েছে। প্রথমে অবিশ্বাস্য মনে হলেও দিন বাড়ার সাথে গাছে ফলন আসার পর মনে আশার সঞ্চার হয়েছে। লেখাপড়ার পাশাপাশি এখানে সময় দিচ্ছি। সঠিকভাবে ফসল সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারলে লক্ষাধিক টাকা আয় হবে বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, কম সময়ে, স্বল্প খরচে অধিক ফলন ও ভালো দাম পাওয়ার আশায় তরুণ কৃষক দীন ইসলাম গ্রীস্মকালীন তরমুজ চাষ করেছেন। জমিটি গতবছর এসময় পতিত ছিল। পুষ্টিসমৃদ্ধ এই তরমুজ চাষ করে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি ফসলের নিবিড়তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

(এন/এসপি/জুলাই ১২, ২০২৩)