দিনাজপুর প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর পরই দিনাজপুরের রানীরবন্দরে দুটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতা-কর্মীরা। এরপর দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফাঁসির রায়ের প্রতিবাদে আজ দুপুর ১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতা-কর্মীরা। এসময় তারা দুটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। এরপর মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো।


এদিকে যান চলাচল বন্ধ থাকায় দিনাজপুরের দশমাইল ও নীলফামারীর সৈয়দপুরে অসংখ্য যানবাহন আটকা পড়ে যায়। এতে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনাজপুর জেলায় মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বিজিবি। এছাড়াও রায় ঘোষণাকারী বিচারপতি এম. ইনায়েতুর রহিমের দিনাজপুর শহরের মুন্সীপাড়ার বাসভবনেও মোতায়েন করা হয়েছে ব্যাপক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

(এটি/এএস/অক্টোবর ২৯, ২০১৪)