নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর আদিবাসীদের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে এঁড়ে বাছুর ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টার দিকে মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানা পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, ভেটেরিনারী সার্জন বেনজির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামসুন্নাহার ইয়াসমিন প্রমুখ।

শেষে আদিবাসী ৫১ পরিবারের মাঝে ৫১টি এঁড়ে বাছুর ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

(বিএস/এসপি/জুলাই ১২, ২০২৩)