স্টাফ রিপোর্টার : জামায়াতের ডাকা তিন দিনের হরতাল উপেক্ষা করে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি।

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ড রায় ঘোষণা করলে জামায়াত বৃহস্পতিবার, রবিবার ও সোমবার হরতালের ডাক দেয়।

হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা সড়ক পরিবহন সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের বিরুদ্ধে হরতাল আহ্বান অগণতান্ত্রিক এবং আদালত অবমাননা। জনবিরোধী এই হরতাল মালিক-শ্রমিকরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

অন্যান্য দিনের মতো হরতালের ওই তিন দিনও ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে বাস ও মিনিবাস স্বাভাবিক ভাবেই চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাসও চলবে বলে ঢাকা সড়ক পরিবহন সমিতি জানিয়েছে।

(ওএস/এসসি/অক্টোবর২৯,২০১৪)