রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে যাত্রীবাহী সিএনজির সঙ্গে বালু বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ জন। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- মাদারগঞ্জের গোপালপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৬০), একই উপজেলার বাকুরচর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে আব্দুল কালাম (৫৫) ও জামালপুর শহরের মালগুদাম এলাকার বিপ্লব মিয়ার ছেলে তায়্যিবা (৪)।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি (থ-১১-০৭-৯৯) ভেলামারি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত বা নিহত কাউকে পায়নি। দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে ২৫ বছর বয়সী এক যুবক মারা যান। তাঁর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্টঘনার শিকার সিএনজি ও ভটভটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ১৩, ২০২৩)