বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহাম্মদপুরে নহাটা ইউনিয়নের  নারান্দিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আতিয়ার মোল্লা (৭৫) আর নেই। বৃহস্পতিবার দুপুরে  নিজ বাড়িতে  ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে  ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সে মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ জুলাই বিকাল ৫টা ৩০ মিনিটে নারান্দিয়া ঈদগাহ মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে নারানদিয়া কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রামানন্দ পাল। এসময় উপস্থিত ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিটন সরকার। মরহুম বীর মুক্তিযোদ্ধার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু, বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. আলী মিয়া, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ, সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন, মরহুমের পুত্র ফরহাদ মোল্লা, মো. বাহার মোল্লা প্রমুখ।

(বিএসআর/এএস/জুলাই ১৩, ২০২৩)