নওগাঁ প্রতিনিধি : বুধবার সকালে নওগাঁর ধামইরহাটে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামইরহাটের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কায়সার ইকবাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, মৎস্য কর্মকর্তা সন্তোষ কুমার সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ।

(বিএম/এএস/অক্টোবর ২৯, ২০১৪)