স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাসের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যার পর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও বগুড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে জেলা যুবদল নেতা লিটনকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শুক্রবার (১৪ জুলাই) দুপুরে আহতের ছোট ভাই আহসান হাবীব বাদী হয়ে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু সাঈদ বিশ্বাসকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন।

(একে/এএস/জুলাই ১৫, ২০২৩)