নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের শিমুলিয়া গ্রামকে “বাল্যবিয়েমুক্ত” গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার ওই গ্রামে এ উপলক্ষে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিমুলিয়া পল্লী সমাজের সভা প্রধান হেলানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিমুলিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত গ্রাম ঘোষণা করেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, ব্র্যাকের এরিয়া ম্যানেজার রকিবুল হাসান রাকিব, মাঠসংগঠক রেজাউল করিম সিদ্দিকী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, পল্লীসমাজের সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার প্রমুখ।

(বিএম/এএস/অক্টোবর ২৯, ২০১৪)