বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। আদমদীঘিতে বিদ্যুৎ স্পর্শ হয়ে উপজেলার মরকোঠা এলাকার হারুনুর রশিদ হারুনের পুত্র জিহাদ (৮) ও নন্দীগ্রামের কাথম গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র রাব্বী (৩) পানিতে ডুবে মারা যায়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকালে জিহাদ তাদের বাড়ীর পাশে একটি বয়লার থেকে ছাই নিতে যায়। এ সময় অসাবধানতাবশত স্টিল পাইপের সাথে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে।
চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, শিশু জিহাদের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সে উপজেলা হাসপাতালের পূর্ব পাশের মরকোঠার হারুনুর রশিদ হারুনের ছেলে।
অপর দিকে, বুধবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র রাব্বী (৩) বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

এলাকাবাসি ও পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখতে পায়। পরে শিশুর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসি।

(আরকে/এসসি/অক্টেবর২৯,২০১৪)