বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় পাথুরিয়ারপাড় ও ম্যালকাই এলাকায় রবিবার ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। 

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)। দুজন ঢাকায় চাকরি করতেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাবার জন্য মেহেদী হাসান রওনা দেন। মোটরসাইকেলটি ডাসারের ম্যালকাই এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে ভোর ৫টার দিকে একই মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি ট্রাকের ধাক্কায় ঢাকামুখী মোটেরসাইকেল আরোহী হাফিজুর রহমান মারা যান।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ সকাল ৭টার দিকে নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিল্লুর শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এসপি/জুলাই ১৬, ২০২৩)