আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮ জন এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল সদর জেনারেল হাসপাতালে ১১ জন, পিরোজপুর জেলায় ২৪ জন, বরগুনায় ১৯ জন, ভোলায় ১৮ জন, ঝালকাঠি হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে রবিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবেনা।

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের অতি গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। নানা সংকট থাকা সত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছেন।

(টিবি/এসপি/জুলাই ১৬, ২০২৩)