শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার কর্মরত ডাক্তার, নার্সরা।
গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ সকল বিভাগের চিকিৎসক সংগঠনের আয়োজনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেন তাঁরা।

২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. বিনেন্দু ভৌমিক, গাইনি বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত কনসালটেন্ট ডা. সুধাকর কৈরী, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. ইসমত জাহান, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. মির্জা ফারজানা হলি, গাইনোকোলজি বিভাগের আবাসিক সার্জন ডা. রওশন আরা জামান, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. বদরুন নাহার রুমি, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. হুসনে আরা স্বপ্না, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মারুফ, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. জিয়াউর রহমান. অর্থোপেডিকস কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মামুন, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. এনাম উর রশিদ দীপু, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. আবু রায়হান, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. ভৃগোমুল সিংহ, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. মঞ্জু লাল রায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. এখলাছুর রহমান, মেডিকেল অফিসার ডা. জয়দীপ পালসহ হাসপাতালের ডাক্তার, নার্স মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ডা. মুনা ও শাহাজাদীর স্বসম্মানে জামিন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা, ডা. মিলির বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার করার দাবি জানান। মানববন্ধনে চিকিৎসকদের জীবনের নিরাপত্তার বিষয়ে জোর দাবিও জানানো হয়।

(এস/এসপি/জুলাই ১৭, ২০২৩)