তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এত নতুনত্ব। এবার নতুন সুবিধা আনলো হোয়াটসঅ্যাপ।

বন্ধুদের স্ট্যাটাস ভালো লাগলে সেটি ডাউনলোড করে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ কয়েক বছর আগে ‘স্ট্যাটাস’ ফিচার চালু করেছিল। তবে দেখা গেলেও সেটি সেভ করা বা ডাউনলোড করার কোনো উপায় ছিল না। ছবি হলে স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে নেন। কিন্তু ভিডিও হলে কিছুই করার থাকে না। তবে এখন চাইলেই তা সেভ করতে পারবেন।

যেভাবে অন্যের স্ট্যাটাসের ছবি, ভিডিও ডাউনলোড করবেন-

>> প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘স্ট্যাটাস সেভার- ডাউনলোডার ফর হোয়াটসঅ্যাপ’ নামে একটি অ্যাপ ডাউনলোড করে নিন।

>> এবার অ্যাপটি খুলুন। এরপর অ্যাপটি আপনার ফোনের স্টোরেজ অ্যাক্সেস করার অনুমতি চাইবে, সেটিতে অ্যাগরি করুন।

>> এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড বা সেভ করতে স্ট্যাটাস সেভার অ্যাপ খুলতে হবে।

>> এখানে হোয়াটসঅ্যাপে দেখা সব স্ট্যাটাস দেখতে পাবেন।

>> এখান থেকে যে ভিডিও বা ছবিটি সেভ করতে চান, সেটিতে ক্লিক করুন।

>> তারপরে নিচে ডাউনলোড আইকনে দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলে স্ট্যাটাসটি ডাউনলোড করে নিন।

সূত্র: বিজনেস ইনসাইডার

(ওএস/এসপি/জুলাই ১৭, ২০২৩)