শরীয়তপুর প্রতিনিধি : জাগো সত্যের শুভ আলোয়, জাগো হে মিলিত প্রাণ এই অঙ্গীকার নিয়ে উদীচীর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে শরীয়তপুরে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেল ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উদীচীর প্রধান কার্যালয় এসে মিলিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদীচীর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম এম আলমগীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদীচী শরীয়তপুর সংসদের সাধারণ সম্পাদক অরুন সাহা, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি শরীয়তপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক শফিউল বাশার স্বপন, আজিজুর রহমান রোকনের, কমিউনিষ্ট পার্টি শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক ঢালী, শরীয়তপুর কৃষক সমিতির আহবায়ক নুরুল ইসলাম মিয়াজী, শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রেজাউল হাসান মানিক এবং প্রবীণ এ্যাডভোকেট ও শরীয়তপুর কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সদস্য কমরেড আলী আহম্মদ খান । এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন কমরেড সুশান্ত ভাওয়াল, ডাঃ নজরুল ইসলাম রিপন, কমরেড অংকন দেবনাথ, কমরেড স্বপন মন্ডল, কমরেড হেকমত আলী গাজী, কমরেড মাওলানা ইউনুছ, কমরেড মজিবুর রহমান, কমরেড ইউনুস খান, কমরেড সোনাই শিকদার, কমরেড জিল্লুর রহমান, কমরেড ফজলুর রহমান এবং কমরেড জাবেদ প্রমুখ। আলোচনা শেষে উদীচী শিল্পগোষ্ঠীর পরিবেশনায় এক মহজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(কেএনআই/পি/অক্টোবর ২৯, ২০১৪)