নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা কারাগারে মোঃ নুর ইসলাম নামে এক আসামীর মৃত্যু হয়েছে । মৃত নুরুল ইসলাম সদর উপজেলার মাঝিপাড়া গ্রামের মোঃ জান বক্সের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ মারধর করে তাকে মারা হয়েছে।

জানা গেছে, গত (১৫ জুলাই) শনিবার তাকে ১০ লিটার চোলাইমদসহ আটক করে আদালতে প্রেরণ করেন সদর থানা পুলিশ। পরবর্তীতে জেল হাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পরলে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। মৃত নূর ইসলামের স্ত্রী রুপালী বেগম বলেন, আমার স্বামীকে জেলা কারাগারে দেখতে গিয়ে তার তার অস্থিরতা দেখে সে দিন আমাকে দেখা করতে দায়নি জেল কর্তৃপক্ষ।

পরের দিন সকালে ৬ টার সময় কারাগার থেকে আমার ফোনে কল দিয়ে বলে আপনি নূর ইসলামের স্ত্রী বাসায় কি কোন ছেলে মানুষ আছে। তখন আমার শশুরকে ফোন দিলে তারা জানান আমার স্বামী মারা গেছে হাসপাতাল থেকে নিয়ে যেন আসি। হাসপাতাল থেকে নিয়ে এস আমার স্বামীর শরীরে দেখতে পাই বিভিন্ন স্থানে কালো দাগ ও ক্ষত চিহ্ন । যা দেখে আমরা বুঝতে পারি আমার স্বামীকে জেলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

জেল সুপার,নওগাঁ ফারুক আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অতিরিক্ত মাদকের নেশার কারনে মোঃ নুর ইসলাম অসুস্থ হয়ে পরলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে কোন নির্যাতন করা হয়নি। নেশার জন্য ছোটাছুটি করে দৌড় দিয়ে গিয়ে গ্রিলের দরজায় ধাক্কা লেগে মাথায় সামান্য আঘাত পেয়ে দাগ হয়েছে। আর পাচরাপাচরিতে হাতে থাকা হান্ডকাপের দাগ হয়েছে।

(বিএস/এসপি/জুলাই ১৯, ২০২৩)