বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বণিক সমিতির সাধারণ সম্পাদক ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তুষার ভুইয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যবসায়ীদের অভিযোগে জানা যায়, সম্প্রতি বিভিন্ন কোম্পানীর সিগারেট কিনতে মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভুইয়াকে তিন ব্যবসায়ী প্রায় ২৫ কোটি টাকা দেন। পরে টাকা কিংবা সিগারেট না দিলে কয়েক দফা পাওনা আদায়ে ব্যর্থ হন ওই তিন ব্যবসায়ী। একপর্যায়ে ভুক্তভোগী ব্যবসায়ি মনির হাওলাদার, সুজন মোল্লা ও সাখাওয়াত হোসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টিসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দেন।

এর আগে ৩ জুলাই একই দাবীতে শহরের পুরাণ বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র সামনে গিয়ে শেষ হয়।

(এএসএ/এসপি/জুলাই ১৯, ২০২৩)