শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : মৌলভীবাজারে ডাকাতি মামলার আসামী রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানাপুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, সহকারি উপপরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামি রিপন মিয়াকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সদর মডেল থানায় জিআর ২৮৫/০৯ (নবী) মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০, হাজার টাকার অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী। এছাড়াও গ্রেপ্তারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে জিআর ৩০৫/১২ (শ্রীমঙ্গল) ডাকাতি মামলায় এবং জিআর ০৬/১২(সদর) চুরির মামলাসহ আরও দুটি গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল।

সে সদর উপজেলার আথানগিরি গ্রামের চাঁনমিয়া ওরফে চান্দ আলীর ছেলে। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত রিপন মিয়া মৌলভীবাজারের কুখ্যাত ডাকাত। ডাকাতি মামলায় ৩ বছরের সাজা ছাড়াও তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

(এস/এসপি/জুলাই ২০, ২০২৩)