ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাহিত্য মেলা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, কবি সোহরাব পাশা, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, সাংবাদিক রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ থিয়েটারের সভাপতি ও সম্পাদক, কবি আলম মাহবুব, নাজমা মমতাজ, বারী সুমন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় জানানো হয় বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় আগামী ২৭-২৮ জুলাই এ মেলার আয়োজন করা হবে। ময়মনসিংহ জেলার মধ্যে কেবলমাত্র ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে।


(এন/এসপি/জুলাই ২১, ২০২৩)