দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে ছয় বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত চৌকি এলাকায় বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান ও বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহীম।

ফেরত ছয়জন হলেন- সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার ঘোড়াশাল গ্রামের জীবন লাল সূত্রধরের ছেলে গোপাল লাল সূত্রধর (২৭), একই জেলার বেলকুচি থানার মাহমুদপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে রবি চাঁন মোল্লা (৩০), একই গ্রামের মতিন শেখের ছেলে দুলাল শেখ (৩০), কুমারশালদার গ্রামের ফটিক মল্লিকের ছেলে মজিদ মল্লিক (২৩), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা সদরের হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২২) ও একই এলাকার শাহাজাহানের ছেলে রাসেল (২০)।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাদের আটক করে।

(ওএস/এইচআর/অক্টোবর ৩০, ২০১৪)